বুধবার ০৮ জানুয়ারী ২০২৫
সম্পূর্ণ খবর
Kaushik Roy | ২৫ মে ২০২৪ ১৮ : ৫৭Kaushik Roy
আজকাল ওয়েবডেস্ক: ঘাটাল লোকসভায় ভোট পড়েছে প্রায় ৭৮%। তারপরেও ভোটগ্রহণে খুশি নন ঘাটালের বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়। কেশপুরে ফের নিবার্চনের দাবি করে কমিশনের দ্বারস্থ হতে চলেছেন তিনি। তৃণমূল প্রার্থী দেবকে কটাক্ষ করেছেন তিনি। অভিযোগ, ভোটগ্রহণ ঠিকমত হয়নি। তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা অশান্তি করেছেন বলেও দাবি তাঁর।
উল্লেখ্য, ঘাটাল লোকসভা কেন্দ্রের বিভিন্ন জায়গায় ভোট শুরুর পর থেকে গন্ডগোলের খবর পাওয়া গিয়েছে। একাধিক জায়গায় বিক্ষোভের মুখেও পড়েছেন হিরণ। তাঁর দাবি, অন্তত ৮৫% ভোট পড়লে ঠিকঠাক নির্বাচন হয়। সেটা না হওয়ায় পুননিবার্চনের দাবি জানিয়েছেন তিনি।